মদিনায় বাস দুর্ঘটনায় নিহত ৬, থাকতে পারেন বাংলাদেশিও
সৌদি আরবের মদিনায় পাঁচটি বাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকতে পারেন বলে কর্তৃপক্ষ ধারণা করছে।
গত শুক্রবার রাতে মদিনা-কাসিম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির বেসরকারি প্রতিরক্ষা দপ্তরের সহকারী মুখপাত্র কর্নেল আবদুল আজিজ আল তামিমির বরাত দিয়ে বার্তা সংস্থা গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
বুরাইদাহ শহর থেকে ২২৫ কিলোমিটার দূরে সাকরায়াট কাবরা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। একটি সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, বাসগুলো দেশটির পূর্বাঞ্চল ও সংযুক্ত আরব আমিরাতে ফিরছিল। দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশি, ভারতীয়সহ অন্য দেশের নাগরিকরা থাকতে পারেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
সৌদি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোহাম্মদ আল হাম্মাদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ২৮টি উদ্ধারকারী দল। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচটি বাসে সব মিলিয়ে ২০০ যাত্রী ছিলেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থা ১৬ জনের। এ ছাড়া চিকিৎসাধীন আছেন আরো ৬৫ জন।
সরকারি একটি সূত্র জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে ভালোভাবে দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে।