কর্মীদের প্রাণপণ চেষ্টায় নিভল আগুন, বাঁচল পেট্রলপাম্প
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/28/photo-1495990977.jpg)
চীনের সিচুয়ান প্রদেশের ইবিনের একটি পেট্রলপাম্প। গত ৪ মে সকাল ৯টা ৪০ মিনিটে ওই পাম্পটিতে মোটরসাইকেলে পেট্রল ভরছিলেন এক ব্যক্তি। পেট্রল ভরা শেষে অসাবধানতাবশত মোটরসাইকেলের তেলের ট্যাংকারে আগুন ধরিয়ে দেন মোটরসাইকেলের চালক। এর পর প্রাণপণ চেষ্টা চালিয়ে মোটরসাইকেল ও পেট্রলপাম্প রক্ষা করেছেন একদল কর্মী। অনন্য এই কাজের পুরস্কারও পেয়েছেন তাঁরা।
পুরো ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্ভবত, ওই পেট্রলপাম্প বা আশপাশের কোনো জায়গায় থাকা ক্লোজড সার্কিট টেলিভিশনে (সিসিটিভি) দৃশ্যটি ধরা পড়ে।
চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) প্রতিবেদনে বলা হয়, সাহসিকতাপূর্ণ এই কাজের জন্য পেট্রলপাম্পের কর্মীরা পুরস্কার হিসেবে ৬৫ হাজার ইউয়ান পায়।
ভিডিওটিতে দেখা যায়, মোটরসাইকেলটিতে আগুন ধরার পর পেট্রলপাম্পের এক নারী কর্মী অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভাতে চেষ্টা করেন। আগুন ছড়িয়ে পড়লে চালক বাইক ফেলে দৌঁড়ে পালিয়ে যান। এরপর আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে আরো কিছু কর্মচারীকে অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে দেখা যায় ভিডিওতে।
দ্বিতীয় দৃশ্যে দেখা যায়, মোটরসাইকেলচালক হঠাৎ আগুনের মধ্যে লাফ দেন। এ সময় তাঁকে উদ্ধার করেন এক কর্মী। এ সময় অন্য কর্মচারীরা তাঁদের সাধ্যমতো আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলে একজন কর্মচারী পুড়ে যাওয়া মোটরসাইকেলটি দূরে সরিয়ে নেন। তবে ভয়াবহ এই ঘটনায় শেষ পর্যন্ত কাউকে প্রাণ দিতে হয়নি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি ৫ লাখ ১৩ হাজার মানুষ দেখে। লাইক পড়েছে ৫ হাজার ৮০০ এবং শেয়ার হয়েছে এক হাজার ১০০।
ভিডিও দেখে অনেক ফেসবুক ব্যবহারকারী মোটরসাইকেল চালকের সমালোচনা করে। পাশাপাশি অনেকেই কর্মচারীদের সাহসিকতাপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করে।