পাথর বোঝাই ট্রাকের চাপায় মাইক্রোবাস চিড়েচ্যাপ্টা, এরপর যা হলো…
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/06/photo-1496741907.jpg)
রাস্তায় গাড়ি চালানোর সময় আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া মোটেও ঠিক নয়। কারণ এতে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যা করোরই প্রত্যাশিত নয়। এমনই এক দুর্ঘটনা ঘটেছে চীনের জুনান প্রদেশে।
ঘটনাটি গত ২ জুনের। জুনান প্রদেশের কুনমিংয়ের একটি মহাসড়কে পাথর বোঝাই ট্রাকের পাশাপাশি চলছিল একটি মাইক্রোবাস। কিন্তু হঠাৎ করেই মাইক্রোবাসের চালক দ্রুত গতির ট্রাকটিকে ওভারটেক করে ডান দিকের রাস্তায় ঢোকার চেষ্টা করে। এতে ট্রাকের সামনে মাইক্রোবাসটির ধাক্কা লেগে সেটি ঘুরে যায়।
হঠাৎ এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন ট্রাকচালক। এরপর চালকের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ট্রাকটি একদিকে হেলে মাইক্রোবাসটির ওপর পড়ে যায়। পাথরের চাপায় মাইক্রোবাসটি একেবারে চিড়েচ্যাপ্টা।
ট্রাকটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এর চালক লাফিয়ে একপাশ দিয়ে বেরিয়ে আসেন। এরপর উদ্ধারকর্মী ও আশপাশের লোকজন ছুটে এসে বেলচা দিয়ে পাথর সরিয়ে মাইক্রোবাসের অন্য এক আরোহীকে বের করে নিয়ে আসেন। আশ্চর্যের বিষয় হলো, পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলেও চালক ও যাত্রী বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েননি। সামান্য আহত হয়েছেন মাত্র।
চীনের পিপলস ডেইলি অনলাইন টুইটারে এই ঘটনার একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওটিতে একাধিক মানুষ মন্তব্য করেছে।
একজন লিখেছেন, ‘প্রাণ বেঁচে গেছে এটা ভালো খবর।’ ‘মাইক্রোবাসের চালক ভাগ্যবান’ লিখেছেন আরেকজন।