অজগর-কিং কোবরার যুদ্ধ, এরপর যা হলো…
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/07/photo-1496809799.jpg)
রাজায় রাজায় যুদ্ধ হলে উলু খাগড়ার প্রাণ যায়। কিন্তু সাপে সাপে যুদ্ধ হলে কার প্রাণ যায় জানেন কি? সম্প্রতি সিঙ্গাপুরের বাসিন্দা শেলডন ট্রলপ সাপের যুদ্ধের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, বেশ বড়সড় এক অজগর রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ পেছন থেকে তার ওপর হামলে পড়ে একটি কিং কোবরা। তারপর ছোবল দিয়ে আবার জঙ্গলে ফিরে যায় কিং কোবরাটি, আর অজগর আগায় তার পথ ধরে।
সিঙ্গাপুরের ম্যাকরিচি প্রাকৃতিক উদ্যানে স্থানীয় সময় ৩০ মে এ ঘটনা ঘটে।
কিন্তু ঘটনার শেষ এখানেই নয়। স্থানীয় সংবাদমাধ্যম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, কিং কোবরার ছোবলে অজগরটি শেষ পর্যন্ত মারাই গেছে।
গত ৩০ মে ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন শেলডন ট্রলপ। পোস্ট করার পর এ পর্যন্ত আট লাখ ৫২ হাজার বার দেখা হয়েছে। এটা ৪৭ হাজার বারেরও বেশি শেয়ার করা হয়েছে।
সংবাদমাধ্যম স্ট্রেট টাইমস জানিয়েছে, সিঙ্গাপুর নগরে অজগর সচরাচরই দেখা যায়। তবে বিষাক্ত কিং কোবরা খুবই বিরল।
এই কিং কোবরা অন্য সাপ খাওয়ার জন্য বেশ পরিচিত। এমনকি এরা বৃহদাকার অজগরকেও খাদ্য হিসেবে পেতে তেমন একটা দ্বিধা করে না।