টেরিজা মে-কে পদত্যাগ করতে বললেন করবিন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/09/photo-1496986478.jpg)
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বুথফেরত ফল আসা শুরুর পর লেবার পার্টির নেতা জেরেমি করবিন বর্তমান প্রধানমন্ত্রী টেরিজা মে-কে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
উত্তর ইসলিংটন এমপি নির্বাচিত হওয়ার পর সংবাদমাধ্যমের সামনে এই লেবার নেতা বলেন, ‘জনগণ সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় ভোট দিয়েছে।’
নির্বাচনের প্রাপ্ত ফল অনুযায়ী করবিন তাঁর আসনে ৪০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। জয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীই এই নির্বাচন দিয়েছেন, কারণ তিনি জনপ্রিয়তা যাচাই করতে চেয়েছিলেন। কিন্তু কনজারভেটিভ নির্বাচনী আসন হারাল। তিনি ভোট, জনসমর্থন ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন।’
করবিন আরো বলেন, ‘আমি মনে করি, তাঁর পদত্যাগের জন্য এটাই যথেষ্ট। তাঁর উচিত এমন একটি সরকার গঠনের পথ সুগম করে দেওয়া, যা সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করবে।’
করবিন জানান, সংসদে প্রবেশের আগে তাঁর দলের এমপিদের দলের নির্বাচনী ইশতেহার মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে।
এর আগে করবিনের দলের ছায়াপররাষ্ট্র সচিব দাবি করেছিলেন, লেবার পার্টি একটি সংখ্যালঘু সরকার গঠন করতে পারে।