সাতদিনে ৬ দেশে মোদির সফর
মধ্য এশিয়ার পাঁচ দেশ ও রাশিয়ায় সাতদিনের সফরে আজ সোমবার নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সপ্তাহব্যাপী এ সফরে তিনি মধ্য এশিয়ার উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান সফর করবেন। সফরের মধ্যেই ৯ জুলাই রাশিয়ায় অনুষ্ঠেয় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি দেশের জোট ব্রিকসের সপ্তম সম্মেলনে যোগ দেবেন তিনি। এর পরের দিন ১০ জুলাই একই দেশে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) আরেক সম্মেলনে যোগ দেবেন মোদি।
সফরের প্রাক্কালে মোদি টুইটারে লিখেছেন, ব্রিকস দেশগুলোর মধ্যে আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা ও সাংস্কৃতিক সম্পর্কে ইতিবাচক ফলাফলের প্রত্যাশী ভারত। আন্তদেশীয় সম্পর্কে ভারত ব্রিকস ফোরামকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
সফরে প্রথমদিনে আজ সোমবার মোদি মধ্য এশিয়ায় দেশ উজবেকিস্তান পৌঁছেছেন। তাসখন্দ বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী শাভকাত মিরোমনোভিচ মির্জিয়ায়েভ। বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে।
ভারতের প্রধানমন্ত্রী মোদি আগামীকাল উজবেক প্রেসিডেন্ট করিমভের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এ ছাড়া দেশটির রাজধানী তাসখন্দে ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে তাঁর।
উজবেকিস্তান সফরের আগে মোদি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, উজবেকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্য জোরদার করতে চায় ভারত। মোদি সেখানে ভারতীয় অভিবাসীদের সঙ্গেও বৈঠক করবেন।
উজবেকিস্তানের পর কাজাখস্তানে যাওয়ার কথা রয়েছে মোদির। কাজাখস্তানকে মধ্য এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তিনি দেশটির প্রেসিডেন্ট নাজারবায়েভ ও প্রধানমন্ত্রী করিমভের সঙ্গে বৈঠক করবেন। কাজাখস্তানের প্রেসিডেন্ট নাজারবায়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হবে। এরপর বেশ কয়েকটি সনদ স্বাক্ষরিত হবে এবং যৌথ সংবাদ বিবৃতি প্রকাশ করা হবে। মোদি নাজারবায়েভ বিশ্ববিদ্যালয়ে কাজাখস্তানের তরুণদের সঙ্গে বৈঠক করবেন এবং এলএন গুমিলেভ ইউরেশিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্ডিয়া-কাজাখস্তান সেন্টার ফর এক্সিলেন্স ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির উদ্বোধন করবেন।
এরপর মোদি যাবেন ব্রিকস সম্মেলনে। সম্মেলনে যোগদানের পর ভারতের প্রধানমন্ত্রী ১১ জুলাই তুর্কমেনিস্তান যাবেন। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৯৯৫ সালের পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী তুর্কমেনিস্তান যাচ্ছেন। ১৯৯৫ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী পি ভি নরসীমা রাও দেশটি সফরে গিয়েছিলেন।
তুর্কমেনিস্তান সফরে মোদি দেশটির প্রেসিডেন্টে গারবাংগুলি বেরদিমুহামেদভের সঙ্গে বৈঠক করবেন। এখানেও বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। দেশটির রাজধানীতে মহাত্মা গান্ধীর একটি মূর্তি এবং ট্রাডিশনাল মেডিসিন ও ইয়োগা সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে।
একই দিন বিকেলে মোদি যাবেন কিরগিজস্তানে। গত ২০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ভারতের কোনো প্রধানমন্ত্রী কিরগিজস্তান যাচ্ছেন। সেখানে কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের সঙ্গে বৈঠক করবেন।
এরপর মোদি দেশটির প্রধানমন্ত্রী সামির তারিয়েভ ও পার্লামেন্টের স্পিকার আসিলবেক জিনবেকভের সঙ্গেও বৈঠক করবেন।
কিরগিজস্তান সফর শেষে ১২ ও ১৩ জুলাই তাজিকিস্তান সফর করবেন মোদি। সেখানেও বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।