গ্রিসের ঋণ সংকট : নতুন প্রস্তাবের চাপ
অর্থনীতি পুনরুদ্ধার সহায়তা (বেইল আউট ) প্রস্তাব গ্রিসবাসীর কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর নতুন প্রস্তাবের জন্য দেশটির ওপর চাপ দিচ্ছে ইউরোজোন। এর অর্থমন্ত্রীরা জানিয়েছেন, তাঁরা গ্রিসের কাছ থেকে নতুন প্রস্তাব শুনবেন বলে আশা করছেন।
জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ গ্রিসকে ‘সিরিয়াস’ প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস ইউরোজোনের নেতাদের একটি শীর্ষ সম্মেলন ভাষণ দেবেন। মঙ্গল ও বুধবার গ্রিসের ব্যাংকগুলো বন্ধ থাকবে। ব্যাংকগুলো আগামী বৃহস্পতিবার খুলবে। গ্রিসের ব্যাংক সমিতির প্রধান লোকা কাটসেলি বলেন, গত সোমবার আলোচনার পর ব্যাংক বন্ধের এই সময়সীমা বাড়ানো হয়েছে।
ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) বলছে, গ্রিসের ব্যাংকগুলোকে জরুরি অর্থ সহায়তা অব্যাহত রাখা হবে।
অর্থনৈতিক সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে গ্রিসের ওপর চাপ বাড়ছে। জার্মান চ্যান্সেলরের মতো ভাইস চ্যান্সেলর ও সাবেক অর্থমন্ত্রী জিগমার গেবরিয়েল বলেছেন, গ্রিসকে অবশ্যই আগে সফলভাবে অর্থনৈতিক সংস্কার করতে হবে। এখন ঋণ থেকে পরিত্রাণের প্রস্তাব ইউরোজোনকে ধ্বংস করে দেবে।’
আজ মঙ্গলবার ইউরোজোন নেতাদের একটি শীর্ষ বৈঠকে ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীরা যোগ দেবেন। গ্রিসের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, আইএমএফের সাম্প্রতিক মূল্যায়নে গ্রিসের ৩০ হাজার কোটি ইউরোর (৩৩ হাজার ১০ কোটি ডলার) বেশি ঋণ প্রয়োজন।
জার্মান চ্যান্সেলরের মতো ভাইস চ্যান্সেলর জিগমার সতর্ক করে দিয়ে বলেছেন, গ্রিসের শর্তহীন ঋণ কমানোর প্রস্তাব মেনে নিলে ইউরো মুদ্রা ধ্বংস হয়ে যাবে।