পশ্চিমা সভ্যতা বিপন্ন : ট্রাম্প
পশ্চিমা সভ্যতা বিপন্ন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আয়োজিত একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ সম্পর্কে কথা বলেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের লিখিত বক্তব্য হাতে পাওয়ার পর তা প্রকাশ করেছে বিবিসি। সেখানে দেখা যায়, সভ্যতাকে রক্ষায় পোল্যান্ড প্রস্তুত উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদ এবং চরমপন্থার হুমকির বিষয়ে সতর্ক করে দেন।
জার্মানিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পথে পোল্যান্ড সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট।
নিজের বক্তব্যে ট্রাম্প বলেন, ‘পোল্যান্ডের অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয়, পশ্চিমের প্রতিরক্ষা তাঁর জনগণের ইচ্ছার ওপরও নির্ভর করে। এখন আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পশ্চিমা বিশ্ব বাঁচতে চায় কি না।’
ওয়ারশ বিদ্রোহের স্মৃতিতে নির্মিত ঐতিহাসিক একটি ভাস্কর্যের সামনে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ব ইউরোপের প্রতি মার্কিন সমর্থনের বিষয়টি পুনর্নিশ্চিত করবেন।
এই ভাষণের আগে এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প উত্তর কোরিয়া সম্পর্কে কথা বলেন। দেশটির আচরণকে ভীষণ খারাপ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে অবশ্যই কিছু করা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পোল্যান্ড এবং ন্যাটোর জোরালো জোটের কথাও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া সিরিয়ার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যে জাতি মানুষের জীবনের মূল্য দেয় তারা কখনোই রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে না।