২৯ হাজার ডলারে বিক্রি হলো ট্রাম্পের আঁকা ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঁকা স্কেচ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আঁকতে পারেন? এক কথায় উত্তর হবে, হ্যাঁ। তাঁর আকা একটি ছবি নিলামে উঠেছিল। আর সেটি বিক্রিও হয়েছে বেশ চড়া দামে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিলাম ওঠে ট্রাম্পের আঁকা নিউইয়র্ক শহরের একটি স্কেচ। সেটি নিলাম তোলে ‘ন্যাট ডি স্যান্ডার্স অকশন’ নামের এক প্রতিষ্ঠান। ১১ বার দাম হাঁকানোর পর ছবিটি বিক্রি হয় ২৯ হাজার ১৮৪ মার্কিন ডলারে (২৩ লাখ ৫৫ হাজার টাকা)।
২০০৫ সালে একটি দাতব্য প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ করতে স্কেচটি এঁকেছিলেন ট্রাম্প। এটিতে ট্রাম্পের স্বাক্ষর আছে। নিউইয়র্কের ম্যানহাটনকে কেন্দ্র করে আঁকা স্কেচটিতে ছোট-বড় অনেক অট্টালিকার মাঝে রয়েছে ট্রাম্প টাওয়ারও।
ছবি বিক্রির বিষয়ে নিলাম প্রতিষ্ঠান ন্যাট ডি স্যান্ডার্স অকশনের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কার্ক বলেন, ‘এটা সত্যিই খুব আনন্দদায়ক ব্যাপার।’

সিএনএন