এবার হোয়াইট হাউসের যোগাযোগপ্রধান বরখাস্ত
নিয়োগ পাওয়ার ১০ দিনেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের যোগাযোগপ্রধান অ্যান্থনি স্ক্যারামুচিকে বরখাস্ত করা হয়েছে।
সাংবাদিকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় সোমবার স্ক্যারামুচিকে বরখাস্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।
কয়েক দিন আগে হোয়াইট হাউস থেকে পদত্যাগ করেছিলেন চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস ও মুখপাত্র শন স্পাইসার। এর রেশ না কাটতেই নতুন যোগাযোগপ্রধানকে বরখাস্ত করা হলো।
সোমবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব শুরুর পর জেনারেল জন কেলি বরখাস্ত করেন স্ক্যারামুচিকে। এ ছাড়া নতুন যোগাযোগপ্রধানের কর্মকাণ্ডে ট্রাম্পও অসন্তুষ্ট ছিলেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।
যোগাযোগপ্রধানের বরখাস্তের ব্ষিয়ে ট্রাম্পের মুখপাত্র ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেন, একজন রিপোর্টারকে নিয়ে স্ক্যারামুচির বক্তব্যকে ‘ওই পদে থাকা কোনো ব্যক্তির জন্য বেমানান’ বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
স্যান্ডার্স আরো বলেন, বরখাস্তের পর হোয়াইট হাউসের অন্য কোনো পদে স্থানান্তরিত করা হয়নি স্ক্যারামুচিকে।
অ্যান্থনি স্ক্যারামুচিকে বরখাস্ত করার পর হোয়াইট হাউসের কর্মীদের মধ্যে অন্তর্কোন্দল নিয়ে চলছে নানা জল্পনা। তবে এ ধরনের কোনো খবর নাকচ করে দিয়ে এক টুইটে ট্রাম্প বলেন, ‘হোয়াইট হাউসে কোনো গোলযোগ নেই।’

রয়টার্স