৪৬ বছর পর সন্তানদের ফিরে পেয়ে মায়ের কান্না!
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডেলাস শহরের ফোর্ট ওর্থ বিমানবন্দরে দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধা নারী। হঠাৎ তিনি এগিয়ে গেলেন দুই ব্যক্তি দিকে। ‘এলসি?’ কাঁপা গলায় বৃদ্ধাকে প্রশ্ন করলেন তাঁদের একজন। ‘তুমি রেমন্ড?’ বৃদ্ধার গলার স্বর শুনে বোঝা যায় ঝড় চলছে তাঁর বুকের ভেতরে। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন। কান্নায় ভেঙে পড়লেন।
এভাবেই দুই ভাই রেমন্ড (৪৭) ও অ্যান্থনির (৪৬) দেখা হয় মা এলসির সঙ্গে। বিমানবন্দরের শত শত মানুষের স্মৃতির পাতায় গেঁথে থাকে মা-সন্তানের মিলনের এই বিরল দৃশ্য।
৪৬ বছর আগে শিশু অবস্থায় মায়ের কোল ছাড়া হন রেমন্ড-অ্যান্থনি। এতগুলো বছর তাঁরা ছিলেন জন্মদাত্রী মায়ের কাছ থেকে শত শত মাইল দূরে।
কিন্তু কীভাবে দুই সন্তানকে হারিয়েছিলেন মা? স্মৃতি ঘেটে পুরোনো সেসব ঘটনা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন মা এলসি রামিরেজ (৬৪)।
ঘটনা ১৯৭০ সালের। স্বামী আগুয়াডিলার সঙ্গে ক্যরিবিয়ান দেশ পুয়ের্তো রিকোতে বাস করতেন তিনি। সেই সময় তাঁদের বিচ্ছেদ হয়। রেমন্ডের তখন বয়স এক বছর। আর অ্যান্থনির মাত্র দুই মাস।

এলসির সাবেক স্বামী আগুয়াডিলা কাজ করতেন বিমানবাহিনীতে। বিচ্ছেদের কিছুদিন পর বড় ছেলে রেমন্ডকে নিয়ে টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরে নিয়ে যান। আর অ্যান্থনি দত্তক নেন এক দম্পতি। এভাবে মায়ের থেকে দূরে চলে যান তাঁরা।
কিন্তু কীভাবে দুই সন্তানকে ফিরে পেলেন এলসি? এ বিষয়ে তাঁদের সাহায্য করেছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি। দুই সন্তান ও মায়ের ডিএনএ টেস্ট করলেই মিলে যায় তাঁদের জিনের (জীবের বৈশিষ্ট্যের ধারক) ধরন। নিজেদের মায়ের খোঁজ পান রেমন্ড-অ্যান্থনি।
৪৬ বছর পর সন্তানদের ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মা এলসি। বার বার চুমু খেতে তাঁদের মুখে। সন্তানদের জড়িয়ে ধরে কাঁদতে থাকেন অঝোরে। আর বলতে থাকেন, ‘আমি তোমাদের অনেক ভালোবাসি।’

অনলাইন ডেস্ক