রাশিয়া-ট্রাম্পের সহযোগিতার ইমেইল ফাঁস
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে নির্বাচনী প্রচারের সময় রাশিয়ার সহযোগিতা নিয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেশটির কংগ্রেসের তদন্ত কর্মকর্তাদের ফাঁস করা এক ইমেইলে নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার বিষয়টি প্রকাশ হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
কংগ্রেসের তদন্ত কর্মকর্তাদের একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে, গত বছর ট্রাম্পের নির্বাচনী কর্মকর্তা ও রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের এক সভা আয়োজনের আহ্বান সম্পর্কিত এক ইমেইল বার্তা তাদের কাছে রয়েছে। বর্তমান ট্রাম্প প্রশাসনের কর্মীদের নির্বাহী প্রধান রিক ডিয়ারবোর্ন চিঠিটি পাঠান। ডিয়ারবোর্ন একজন ব্যক্তির নাম উল্লেখ করেন, যিনি নির্বাচনী প্রচারে পুতিনের সাহায্য চান। তবে ওই ব্যক্তি সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
তবে ইমেইল ফাঁস সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি রিক ডিয়ারবোর্ন।
এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ হুকাবি সান্ডার্স বলেন, ‘ফাঁস হওয়া ইমেইল সম্পর্কে আমরা আপাতত কোনো মন্তব্য করতে চাই না।’
নির্বাচনে জয় পেতে রাশিয়ার সহযোগিতা নিয়েছিলেন অভিযোগে বিজয়ের পর থেকেই অস্বস্তিতে রয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ এই অভিযোগ প্রমাণ হলে ট্রাম্প অভিশংসনের শিকার হতে পারেন।

অনলাইন ডেস্ক