ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে আরব আমিরাতের ১৯০৭ বন্দি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/31/photo-1504194528.jpg)
ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কারাগারে বন্দি থাকা এক হাজার ৯০৭ কয়েদিকে মুক্তি দেওয়া হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ফুজাইরা ও আজমানের শাসকরা আলাদাভাবে এসব কয়েদির মুক্তির নির্দেশ দেন।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গত মঙ্গলবার ৫৪৩ জন কয়েদিকে মুক্তি দিতে আদেশ জারি করেন। ঈদুল আজহাকে সামনে রেখেই মূলত এদের মুক্তি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল ও চ্যান্সেলর ইসাম ইসা আল হুমাইদান বলেন, শেখ মোহাম্মাদ কয়েদিদের মুক্তির আদেশ দিয়েছেন। যাতে করে কয়েদিরা পরিবারের জন্য আনন্দ উপহার দিতে পারে। আবারো সমাজে নতুনভাবে জীবন শুরু করতে পারে।
এর আগে সোমবার দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের আদেশক্রমে দেশের বিভিন্ন কারাগার থেকে ৮০৩ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়। বিভিন্ন অপরাধের জন্য সাজা ভোগ করা এসব বন্দির অর্থদণ্ডও মওকুফের নির্দেশ দেন শেখ খলিফা। এ ছাড়া সুপ্রিম কাউন্সেল সদস্য ও সারজাহর শাসক ড. শেখ সুলতান বিন মোহাম্মাদ আল কাশিমির আদেশক্রমে সেখানকার বিভিন্ন কারাগারের ১১৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।
ভালো আচরণ ও দুবাইয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে দেশটির সুপ্রিম কাউন্সিলের সদস্য ও ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মাদ আল শারকিও এই ঈদের আগে ৪৭ জন কয়েদিকে মুক্তির ঘোষণা দিয়েছেন। আজমানের শাসক শেখ হুমাইদ বিন রাশিদ আল নুয়াইমি ৯২ জন কয়েদি মুক্ত করার নির্দেশ দিয়েছেন।
বিভিন্ন দেশের কয়েদিদের দেশে ফেরত পাঠানো, পুনর্বাসনও সমাজে নতুন ভাবে ফিরে যেতে মানবিক দৃষ্টিকোণ থেকে এই মুক্তি দেওয়া হচ্ছে।
সুপ্রিম কাউন্সিলের সদস্য ও রাস আল খাইমানের শাসক শেখ সৌদ বিন শাকের আল কাসিমি ৩০৫ জন কয়েদির সাজা মওকুফেরও আদেশ দিয়েছেন ।