বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদ উদযাপন
রাত পোহালেই ঈদুল আজহা উদযাপন করবে বাংলাদেশের মুসলিমরা। তবে আজ শুক্রবারই ঈদুল আজহা উদযাপন করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম জনগোষ্ঠী।
নামাজ আদায়ের সঙ্গে ঈদুল আজহার আরেকটি বিশেষত্ব, পশু কোরবানি। নবী হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে তাঁর সবচেয়ে প্রিয় সন্তান ইসমাইলকে কোরবানির সিদ্ধান্ত নেন। পরম করুণাময়ের অপার মহিমায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে পশু কোরবানি দেন ইব্রাহিম (আ.)।
এর পর থেকে চলে আসা সেই কোরবানির রীতি পালন করে আসছেন মুসলমানরা। কোরবানির মধ্য দিয়ে মানুষের মনে যে পশুর বাস, সেটাও যেন বিদায় নেয় এমন প্রত্যাশাও থাকে।
এবার আলোকচিত্রে দেখে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের ঈদ উদযাপন।
১. ঈদকে সামনে রেখে মিসরের এক পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড়।
২. ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ঈদ উপলক্ষে হাতে মেহেদি দিচ্ছেন এক তরুণী।
৩. ফিলিপাইনের ম্যানিলায় নামাজের আগ মুহূর্তে এক নারী।
৪. চীনের বেইজিংয়ে কোরবানির উদ্দেশ্যে রাখা ভেড়া।
৫. ইন্দোনেশিয়ার বেন্দাহ আচেহ শহরে প্রার্থনায় অংশ নিয়েছেন নারীরা।
৬. ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রার্থনায় অংশ নেওয়ার জন্য রাস্তার পাশে অপেক্ষায় নারীরা।