লাদেনের ‘পর্নো ভিডিওর সংগ্রহ’ প্রকাশ করবে না সিআইএ
জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের সংগ্রহে থাকা ‘পর্নো ভিডিও’ প্রকাশ করবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। ২০১১ সালে পাকিস্তানের আবোটাবাদের বিন লাদেনের গোপন ডেরায় অভিযানের সময় ওই পর্নো ভিডিওগুলো উদ্ধার করা হয় বলে জানায় গোয়েন্দা সংস্থাটি।
স্থানীয় সময় সোমবার সিআইএর প্রধান মাইক পম্পেও সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ তথ্য জানান। এর আগে বিভিন্ন ব্যক্তি ও আদালতে দায়ের করা মামলায় ওই ভিডিওগুলো প্রকাশের আহ্বান জানানো হয়।
ফক্স নিউজকে সিআইএর প্রধান মাইক বলেন, ২০১১ সালে বিন লাদেনের আবোটাবাদের বাড়ি থেকে শতাধিক প্রমাণ সংগ্রহ করা হয়। আগামী সপ্তাহেই সেগুলো প্রকাশ করা হবে। তবে সেখানে কিছু পর্নোগ্রাফি পাওয়া যায়, যেগুলোর মালিকানাস্বত্ব রয়েছে। এ কারণে সেগুলো প্রকাশ করা হবে না। গত ছয় বছর ধরে সেসব প্রমাণ সিআইএর কাছে সংরক্ষিত রয়েছে।
২০১১ সালের ২ মে পাকিস্তানের আবোটাবাদে বিন লাদেনের গোপন ডেরায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভি সিলের সদস্যরা। সেদিনের অভিযানে আল-কায়েদার এই নেতাকে হত্যা করা হয়। সে সময় বিন লাদেনের ডেরা থেকে অনেক তথ্য-প্রমাণ উদ্ধার করা হয় বলে জানায় নেভি সিল।

অনলাইন ডেস্ক