অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে করমর্দনের পর যা করলেন ট্রাম্প
এর আগেও বিদেশি অতিথিদের সঙ্গে করমর্দন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবারও ট্রাম্পের এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কৌতুকের বিষয়ে পরিণত হয়েছে।
তবে এবারের ঘটনাটি ঘটেছে ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে।
টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে ডেইসে দাঁড়িয়ে মেলানিয়া ট্রাম্প উপস্থিত লোকজনের সামনে ডোনাল্ড ট্রাম্পকে পরিচয় করিয়ে দিচ্ছেন। এ সময় ট্রাম্প তাঁর ডেইস থেকে মেলানিয়ার দিকে এগিয়ে এসে তাঁকে ধন্যবাদ জানিয়ে করমর্দন করেন। এরপর ট্রাম্প যা করলেন তা উপস্থিত কারোরই প্রত্যাশিত ছিল না। ধন্যবাদ জানানোর পর স্ত্রীর কোমরে হাত দিয়ে তাঁকে ঠেলে মঞ্চ থেকে পাঠিয়ে দেন ট্রাম্প।
কেইত্রিয়োনা পেরি নামের এক সাংবাদিক এ ঘটনার ভিডিও টুইটারে পোস্ট করেছেন। ভিডিওটিতে এরই মধ্যে ১২ হাজার ৭০০ জনের বেশি লাইক দিয়েছেন। এ ছাড়া প্রচুর মন্তব্যও অর্জন করেছে এই ভিডিও।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই নানা ধরনের ঘটনার জন্ম দিয়ে বরাবরই আলোচনায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
The US First Lady introduces her husband on stage at an event at Joint Base Andrews. He thanks her with a handshake. pic.twitter.com/fPQNoMpnWa
— Caitriona Perry (@CaitrionaPerry) September 15, 2017

এনডিটিভি