শোভাযাত্রার ওপর উঠে গেল ট্রাক, নিহত ১৬
মেক্সিকোয় এক ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শোভাযাত্রা চলাকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এর ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে। নিহতরা সবাই তীর্থযাত্রী ছিলেন বলে বেসামরিক প্রতিরক্ষা ও রেডক্রসের কর্মকর্তাদের সূত্রে জানিয়েছে রয়টার্স। ওই ঘটনায় আরো ২৮ জন আহত হন।
দেশটির জাকাতেকাস প্রদেশের মাজাপিল শহরের একটি তীর্থস্থানের পাশের প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রীরা শোভাযাত্রা করে পাশের আরেকটি ধর্মীয় স্থানে যাচ্ছিলেন। এ সময় নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রাক শোভাযাত্রার ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকটির ব্রেক কাজ করছিল না বলে মনে করা হচ্ছে। রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় দুইশর বেশি তীর্থযাত্রী উপস্থিত ছিলেন।