শীতকালীন অলিম্পিকে রাশিয়া নিষিদ্ধ
দক্ষিণ কোরিয়ায় আগামী ফেব্রুয়ারিতে বসছে শীতকালীন অলিম্পিক। আসরটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি। হাতে বাকি নেই খুব একটা সময়, এরই মধ্যে রাশিয়াকে শুনতে হয়েছে হতাশার খবর। ২০১৮ শীতকালীন অলিম্পিকে তাদের নিষিদ্ধ করা হয়েছে।
দেশটির অ্যাথলেটদের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগে উঠেছে, যাতে নাকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে। তাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তাদের নিষেধাজ্ঞা দিয়েছে।
রাশিয়াকে নিষিদ্ধ করা হলেও নিরপেক্ষভাবে দেশটির যেকোনো অ্যাথলেট আসন্ন এই গেমসে অংশ নিতে পারবেন।
এর আগেও রাশিয়ান অ্যাথলেটদের ডোপ পাপের প্রমাণ পাওয়া গিয়েছিল। তাই ব্রাজিলে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিতে পারেনি তাদের অ্যাথলেটিকস দল। এ ছাড়া গত বছর প্যারালিম্পিকে নিষিদ্ধ হয়েছিল তারা।
রাশিয়ার বিরুদ্ধে ডোপিংয়ে অভিযোগ ওঠে ২০১৪ সালে। দীর্ঘ সময়ের তদন্তের পর আইওসি সিদ্ধান্ত নিয়েছে তাদের ওপর নিষেধাজ্ঞার। অবশ্য রাশিয়া এর প্রতিবাদ জানিয়েছে।
এদিকে ২০১৮ সালে রাশিয়ায় বসছে ফুটবল বিশ্বকাপ। ঘরের মাঠে এই আসরটির প্রস্তুতি নিয়ে তারা যখন খুবই ব্যস্ত, তখনই এই দুঃসংবাদ পেল তারা। বলা যেতে পারে এটি তাদের জন্য বড় একটি ধাক্কাও।

ক্রীড়া প্রতিবেদক