তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
 
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিনদিরগি জেলায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (২৭ অক্টােবর) রাত ১০টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (এএফএডি)।
এএফএডি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে, যা আশপাশের প্রদেশগুলোতেও (বিশেষ করে ইস্তানবুলে) অনুভূত হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এএফএডি ও অন্যান্য সরকারি সংস্থাগুলো মাঠপর্যায়ে তৎপর রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে জানান, ‘এএফএডি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে মাঠপর্যায়ে পরিদর্শন শুরু করেছে এবং প্রাথমিক প্রতিবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে।’
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানান, ‘এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। শুধু আতঙ্কে দুইজন সামান্য আহত হয়েছেন।’
ইয়েরলিকায়া আরও জানান, ভূমিকম্পের পর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যা পুনরুদ্ধারে কাজ চলছে।
 
ইয়েরলিকায়া বলেন, ‘ভূমিকম্পে পূর্বে ক্ষতিগ্রস্ত তিনটি পরিত্যক্ত ভবন ও একটি দুইতলা দোকান ধসে পড়েছে। তবে এসব ভবনে কেউ বসবাস করছিল না।’
বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা দল ও উদ্ধারকর্মীরা এলাকায় পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং যেকোনো ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 
                   এনটিভি অনলাইন ডেস্ক
                                                  এনটিভি অনলাইন ডেস্ক
               
 
 
 
