শর্তসাপেক্ষে ম্যাগির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
নেসলে ইন্ডিয়ার তৈরি ম্যাগি নুডলস উৎপাদন ও বিক্রির ওপর ভারতজুড়ে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। তবে শর্ত দেওয়া হয়েছে যে, ছয় সপ্তাহের মধ্যে নতুন করে ম্যাগির নমুনা পরীক্ষা করা হবে। সে পরীক্ষায় যদি সিসা বা মোনোসোডিয়াম গ্লুটামেটের মাত্রাতিরিক্ত উপস্থিতি ধরা না পড়ে তাহলেই নেসলেকে তাদের ৯ ধরনের পণ্য উৎপাদন ও বিক্রির অনুমতি দেওয়া হবে।
বোম্বে হাইকোর্টের বিচারপতি ভি এম কানাড়ে ও বিচারপতি বার্গেস কোলাবাওয়ালার সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ মামলার শুনানি করেন। বিচারপতিরা নির্দেশ দেন পাঞ্জাব, হায়দরাবাদ ও জয়পুরে অবস্থিত তিনটি জাতীয় ল্যাবরেটরিতে এই পরীক্ষা হবে। সে জন্য নতুন করে উৎপাদনের আগে ম্যাগির পাঁচটি নমুনা পাঠাতে বলেছেন হাইকোর্ট।
এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিষেধাজ্ঞা ওঠায় এ দিনই নেসলের শেয়ার দর একলাফে প্রায় চার শতাংশ বেড়ে গেছে। এদিকে ভারতের খাদ্য নিয়ামক সংস্থা (এফএসএসআই) জানিয়েছে সুপ্রিম কোর্টের এই আদেশকে চ্যালেঞ্জ করবে তারা। গত জুন মাস থেকে এফএসএসআইয়ের নির্দেশে দেশজুড়ে নিষিদ্ধ ম্যাগি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নেসলে ইন্ডিয়া।