সরকার গঠনের পথে একধাপ এগোলেন মেরকেল
নতুন সরকার গঠনের পথে আরো একধাপ এগিয়ে গেল জার্মানি।
টানা ২৪ ঘণ্টার বেশি সময় বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করতে নতুন রূপরেখা নিয়ে একমত হয়েছে চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস এবং তাদের সাবেক শরিক দল স্যোশাল ডেমোক্র্যাটস।
পাশাপাশি, অভিবাসন নীতিমালা নিয়ে দুই পক্ষ চুক্তিতে পৌঁছাতে পেরেছে বলেও জানানো হয়।
পরে এক সংবাদ সম্মেলনে মেরকেল এবং এসপিডি নেতা মার্টিন শুলৎজ বলেন, নতুন জোটবদ্ধ সরকার গঠনে তাঁরা আশাবাদী।
জার্মানিতে নির্বাচনের পর তিন মাস পেরিয়ে গেলেও এখনো নতুন সরকার গঠনের বিষয়টি ঝুলে আছে। স্থিতিশীল একটি কোয়ালিশন সরকার গড়ার জন্য মেরকেলের সামনে এটিই শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।