গাজায় বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা আহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/18/photo-1518922486.jpg)
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বিবিসি জানায়, গতকাল শনিবার ইসরায়েলি বিমান হামলার পর এই ঘটনা ঘটে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানায়, একদিন আগেই সীমানার কাছে এই বোমা পুঁতে রাখা হয়েছিল। এখনো কেউ হামলার দায়ভার স্বীকার করেনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।