ইসরায়েলে অনশনকারী ফিলিস্তিনির আটকাদেশ স্থগিত

টানা ৬৫ দিন অনশনের পর ফিলিস্তিনি মোহাম্মদ এলানের আটকাদেশ স্থগিত করেছেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট। তবে শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে হাসপাতালেই রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
বিবিসির খবরে বলা হয়েছে, ইসলামিক জিহাদ নামের একটি সংগঠনের সন্দেহভাজন সদস্য হিসেবে আটক ছিলেন মোহাম্মদ এলান। অনির্দিষ্টকালের আটকাদেশের প্রতিবাদে গত ১৬ জুন থেকে খাদ্যগ্রহণ বন্ধ করে দেন তিনি। অনশনের কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় জেলা আশকেলনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, এলানের অবস্থা গুরুতর। তাঁর মস্তিষ্কের ক্ষতি হয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, ‘এলানের শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখতে হবে। এর মানে এই যে তাঁকে আর আটক করে রাখা যাবে না।’এই আদেশের পাশাপাশি আদালত বলেছেন, এলানের পরিবার তাঁর সঙ্গে দেখা করতে পারবে এবং নতুন কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তিনি হাসপাতালেই থাকবেন।
অনশন বন্ধের শর্তে আগামী নভেম্বরের প্রথম দিকে তাঁকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিল ইসরায়েল সরকার। দেশটির বিচার মন্ত্রণালয়ের অভিযোগ, এলান ভয়াবহ সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে। এলান তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি ইসলামিক জিহাদের সঙ্গে জড়িত নন। ২০১৪ সালের নভেম্বরে এলানকে আটক করা হয়।