মার্কিন ভাইস প্রেসিডেন্টের এ কেমন আচরণ?
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/19/photo-1424350494.jpg)
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টারের স্ত্রী স্টেফানি কার্টারের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের কানে কানে কথা বলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। এরপর জো বাইডেনের শিষ্টাচার জ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছে।
গত মঙ্গলবার অ্যাশটন কার্টারের শপথ অনুষ্ঠানে তাঁর স্ত্রী স্টেফানি কার্টারের সঙ্গে ‘গোপনকথা’ বলতে দেখা যায়। টুইটারে এটিকে ‘ছমছমে’ বা ‘রোমাঞ্চকর' বলেও মন্তব্য করেছেন।
এনডিটিভি জানিয়েছে, হে ব্র্যাডশ নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ছবিটি টুইট করা হয়েছে। ছবিতে দেখা যায়, স্টেফানির কাঁধে হাত রেখে কানে কানে কিছু বলছেন জো বাইডেন। পোস্ট হওয়ার পর ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। অনেকেই বলছেন, এটা ভাইস প্রেসিডেন্টের ‘বাজে আচরণ’।
ওয়াশিংটন পোস্ট বলেছে, জো বাইডেনের এ ধরনের আচরণ এটিই প্রথম নয়। এর আগেও তাঁকে নারীদের সঙ্গে এ ধরনের আচরণ করতে দেখা গেছে। গত জানুয়ারিতে মার্কিন সিনেটর ক্রিস কোনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর মেয়ে ম্যাগি কোনের কানে কানে কিছু বলার পর চুমু দেন। গণমাধ্যমগুলোতে এই দৃশ্যের ছবি প্রকাশিত হওয়ার পর আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।