গাজা দখল করতে মার্কিন সৈন্যের প্রয়োজন নেই : ট্রাম্প
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/trump.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। গাজা দখল করতে কোনো মার্কিন সৈন্যের প্রয়োজন নেই। খবর রয়টার্সের।
গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকার মানুষকে অন্যত্র পুনর্বাসন করা হবে। ইসরায়েল উপত্যকাটি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। এজন্য মার্কিন সৈন্যের প্রয়োজন হবে না।
ট্রাম্প এর আগে ঘোষণা করেন, গাজা উপত্যকা দখল করে এটাকে উপকূলীয় অঞ্চল হিসেবে গড়ে তুলবেন। তার এ ঘোষণার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।
ট্রাম্প বলেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করলে তিনি এই অঞ্চলকে নতুন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবেন। তিনি আরও বলেন, গাজার অনেক বাসিন্দা ইতোমধ্যে উন্নত জায়গায় স্থানান্তর হয়েছে। সেখানে তারা ভালো আছেণ। নতুন করে যারা অন্যত্র চলে যাবেণ, তারা সেখানে আনন্দে ও নিরাপদে থাকতে পারবেন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/07/trump-inar.jpg)
এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে ‘অসাধারণ’ বলে আখ্যায়িত করেছেন এবং এতে ইসরায়েলের সমর্থনের কথা জানিয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, তিনি সেনাবাহিনীকে গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় উপত্যকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেবেন। এজন্য একটি পরিকল্পনাও প্রস্তুত করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী কাটজ আরও বলেন, ‘আমি ট্রাম্পের সাহসী পরিকল্পনাকে স্বাগত জানাই। গাজার বাসিন্দাদের প্রস্থান ও অভিবাসনের স্বাধীনতা দেওয়া উচিত। যেমনটি বিশ্বজুড়ে প্রচলিত।’