ইন্দোনেশিয়ায় তিন গির্জায় হামলা, নিহত ৯
ইন্দোনেশিয়ায় তিনটি গির্জায় সন্দেহজনক আত্মঘাতী বোমা হামলায় নয়জন নিহত হয়েছে। আজ রোববার সকালে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মঙ্গিরা বলেন, জাভা দ্বীপের সুরাবায়া বন্দরনগরীর পূর্ব উপকূলে হামলায় আহত ৩৮ জন আহত হয়েছে। এদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে।
হামলার লক্ষ্যবস্তু তিনটি গির্জা হলো সান্তা মারিয়া ক্যাথলিক চার্চ, ইন্দোনেশিয়ান ক্রিস্টিয়ান চার্চ ও পেন্টেকোস্ট সেন্ট্রাল চার্চ। সান্তা মারিয়া গির্জায় মারা গেছে চারজন এবং বাকি দুই গির্জায় চারজনের প্রাণহানি হয়েছে। পরে হাসপাতালে আরেকজন মারা যায়।
স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় প্রথম বিস্ফোরণ হয় সান্তা মারিয়া গির্জায়, এরপর ৭টা ৩৫ মিনিট ও ৮টায় যথাক্রমে বাকি দুটি গির্জায় হামলা হয়।
পুলিশের মুখপাত্র বলেন, ‘আমাদের ধারণা এটা আত্মঘাতী হামলার চেষ্টা। আমরা নিহত একজনের পরিচয় জানতে পেরেছি।