আজান বিকৃতির দায়ে মুয়াজ্জিনের দণ্ড
ভোরের নামাজের জন্য আহ্বান জানিয়ে দেওয়া আজানে মুয়াজ্জিনরা বলেন, ‘ঘুম থেকে নামাজ উত্তম।’ এবার মিসরের এক মুয়াজ্জিন অতি-উৎসাহী হয়ে আজানে পরিবর্তন আনতে গিয়ে ডাক দিয়েছেন : ‘ফেসবুক থেকে নামাজ উত্তম।’ আর এ জন্য তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চলছে বিচারের আয়োজন।
বিবিসি জানায়, তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে কতজন ফেসবুক ব্যবহার করা বাদ দিয়ে নামাজ পড়তে গেছেন, তা জানা সম্ভব না হলেও এটা জানা গেছে যে, ভুল শব্দ ব্যবহারের কারণে ওই মুয়াজ্জিনকে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে।
অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে মিসরের কাফর আল দাওয়ার শহরের সৈয়দ গাজী মসজিদে। এখানে নামাজ পড়তে আসা মুসল্লিরাই মুয়াজ্জিন মাহমুদ আল মঘাজির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। ফলে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে মিসরের ধর্ম মন্ত্রণালয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ওই মুয়াজ্জিনকে।
বিবিসি জানায়, গতকাল রোববার রাতে একটি টেলিভিশন অনুষ্ঠানে আসেন ওই মসজিদের একজন নিয়মিত মুসল্লি। তিনি মুয়াজ্জিন মঘাজির বিরুদ্ধে অভিযোগ করেন যে, ‘তাঁর উদ্ভাবিত নতুন এই আজানের কারণে আমরা অনেকেই ওই মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়েছি।’
একই অনুষ্ঠানে মুয়াজ্জিন মঘাজি তাঁর বহিষ্কারাদেশ তুলে না নেওয়া হলে এর প্রতিবাদে অনশন করার হুমকি দেন। তিনি নিজে কখনো ফেসবুক ব্যবহার করেননি বলেও জানান। সেই সঙ্গে তাঁকে অভিযোগটি থেকে মুক্তি দিতে প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসির দৃষ্টিও আকর্ষণ করেছেন তিনি।