অস্ট্রেলিয়ার উপকূলে আঘাত হেনেছে মার্সিয়া, ল্যাম
অস্ট্রেলিয়ায় পরপর দুটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এর মধ্যে দেশটির কুইন্সল্যান্ড ও সেন্ট লরেন্সের মধ্যবর্তী স্থানের জনবহুল উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মার্সিয়া’। উত্তরাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়টির নাম ‘ল্যাম’।
পাঁচ মাত্রার ঝড় ‘মার্সিয়া’ এখন তিন মাত্রায় অবস্থান করছে। সব শেষ আবহাওয়া বার্তায় অস্ট্রেলিয়ার ব্যুরো অব মেটিওরোলজি জানিয়েছে, ঘূর্ণিঝড় মার্সিয়া দুর্বল হয়ে এখন ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে যাচ্ছে। তবে সেখানে ভারী বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ার চলছে।
এ ছাড়া চার মাত্রার ঝড় ‘ল্যাম’ এলচো দ্বীপে আঘাত করে এখন দুই মাত্রা নিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বিবিসি জানিয়েছে, স্থানীয়দের বেশির ভাগ বাড়ির ছাদ ভেঙে পড়েছে এবং গাছপালা উপড়ে পড়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইয়েপ্পুনের প্রায় ৮৭০টি বাড়ি খালি করে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঝড়ের কারণে লিভিংস্টোন ও ইয়েপ্পুনের ৩৩ হাজার বাড়িতে এবং রখাম্পটনের ২০ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।