থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ফুটবলাররা জীবিত আছে

থাইল্যান্ডের গুহায় আটকে পড়ার নয় দিন পর কিশোর ফুটবল দলের ১২ খেলোয়াড় ও তাদের কোচকে জীবিত পাওয়া গেছে। সোমবার দেশটির আঞ্চলিক গভর্নর নারংসাক ওসাতানাক্রং এ খবর জানান।
দেশটির উত্তরাঞ্চলের চিয়াং রাই পাহাড়ি এলাকার থাম লুয়াং গুহায় ওই ১৩ জনকে পাওয়া যায়।
গণমাধ্যম বিবিসি সূত্রে জানা যায়, গুহায় আটকে পড়া কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। এরা স্থানীয় মোও পা ফুটবল টিমের খেলোয়াড়। আর তাদের সঙ্গে থাকা সহকারী কোচ একাপ্পোল জানথাওং।
ফুটবল দলের সবচেয়ে কম বয়সী সদস্য চানিন টিটানের বয়স ১১ বছর, সে সাত বছর বয়স থেকে খেলা শুরু করে। দলের অধিনায়ক দাওয়াংপেত দমের বয়স ১৩ বছর। যদিও পর্বত পরিদর্শনে দলের প্রধান কোচ নোপপারাত কান্তাওং ছিলেন না।
এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, সবাই নিরাপদে আছে। চিয়াং রাইয়ের থাম লুয়াং গুহায় তাদের পাওয়া যায়। নৌবাহিনীর একটি বিশেষ দল এই উদ্ধারকাজে অংশ নিচ্ছে।
গভর্নর বলেন, ‘আমাদের অভিযান এখনো শেষ হয়নি। আমরা মাত্র তাদের পেয়েছি। আমাদের পরের কাজ সেখান থেকে নিরাপদে গুহা থেকে বের করে আনা এবং তাদের বাড়িতে পৌঁছে দেওয়া।’