আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ ন্যাটো সেনা নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/05/photo-1533470983.jpg)
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পারওয়ান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ন্যাটোর তিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়া এক মার্কিন সেনাসহ আরো দুই আফগান সেনা আহত হয়েছেন।
আজ রোববার স্থানীয় সময় সকাল ৬টায় পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে এ হামলার ঘটনা ঘটে বলে বিবিসি জানায়।
নিহতদের জাতীয়তা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। আফগান বাহিনীর সঙ্গে ন্যাটো সেনাদের নিয়মিত টহলের সময় এই হতাহতের ঘটনা ঘটে বলে ন্যাটো কর্মকর্তারা জানিয়েছেন।
তালেবান জঙ্গিরা ওই হামলার দায় স্বীকার করেছে।
মার্কিন আর্মি জেনারেল জন নিকোলসন বলেন, ‘তাদের এই আত্মত্যাগ ইতিহাসে আর আমাদের হৃদয়ে জায়গা করে নেবে, আগামীতে আমাদের আরো শক্তি জোগাবে।’
২০১৪ সালের পর থেকে আফগানিস্তান রক্তক্ষয়ী সময়ের ভেতর দিয়ে যাচ্ছে।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীতে ৪১টি দেশের সেনাসদস্য অন্তর্ভুক্ত বলে জানা যায়। ২০১৪ সালে আফগানিস্তানে যুদ্ধ অভিযান সমাপ্ত করার পর বেশিরভাগ ন্যাটো সেনাকে সরিয়ে নেওয়া হলেও, এখনো প্রশিক্ষণ ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে দেশটিতে ১৬ হাজার সেনাসদস্য রয়েছে।