গ্রিসে নৌকা ডুবে ২৮ অভিবাসীর মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/13/photo-1442164358.jpg)
বিশ্বজুড়ে অভিবাসীদের দুঃখ-দুর্দশার মধ্যে আরেকটি দুঃসংবাদ। চলমান মৃত্যুর মিছিলের মধ্যেই আরো ২৮ জন যোগ হলো তালিকায়। গ্রিসের দক্ষিণাঞ্চলের দ্বীপ ফারমাকোনিসির কাছে এজিয়ান সাগরে নৌকা ডুবে শিশুসহ মৃত্যু হয়েছে ২৮ জনের। স্থানীয় সময় রোববার ভোরে ১১২ জন অভিবাসীকে নিয়ে ডুবে যায় নৌকাটি। গ্রিসের কোস্টগার্ডের সূত্রে এই খবর জানিয়েছে রয়টার্স।
হতাহতের বিষয়ে রয়টার্স জানায়, নিহতদের মধ্যে চারজন শিশুসহ ১০ কিশোর-কিশোরী রয়েছে। এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। যদিও বেশির ভাগই সাঁতার কেটে সৈকতে আসতে সক্ষম হয়েছেন।
সারা বিশ্বকে কাঁদিয়ে তুরস্কের সাগরে শিশু আয়লান কুর্দির মৃত্যুর এক সপ্তাহের মধ্যে বড় ধরনের এই প্রাণহাণি ঘটল। এর আগে গতকাল দ্য ইন্টারন্যাশনাল অরগানাইজেইন ফর মাইগ্রেশন জানিয়েছিল, চলতি বছরে মোট চার লাখ ৩০ হাজার অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। এর মধ্যে নিখোঁজ বা মারা গেছেন দুই হাজার ৭৪৮ জন।