হাজিদের ভ্রমণে উট ব্যবহারে নিষেধাজ্ঞা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/19/photo-1442682122.jpg)
উট কোরবানি বন্ধের পর এবার হাজিদের ভ্রমণে উট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে দেশটির হজবিষয়ক মন্ত্রণালয় এই আদেশ দিয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ। মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) ভাইরাস ছড়ানোর শঙ্কায় এ আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমটি।
এর আগে চলতি মাসের শুরুতে মার্স ভাইরাসের কারণে হজে উট কোরবানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটি। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, চলতি বছর হাজিরা বিশেষ করে যারা প্রথমবারের মতো হজে এসেছেন, তাঁরা অনেক ঐতিহাসিক স্থানে ঘুরে আসতে চাইতে পারেন।
তবে এসব স্থানে যাতায়াতের জন্য উট ব্যবহার করা যাবে না। এ ছাড়া যেসব স্থানে হাজিরা অবস্থান করছেন, সেসব স্থানে কোনো উটও প্রবেশ করতে পারবে না।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সাল থেকে এ পর্যন্ত সৌদি আরবে মার্স ভাইরাসে এক হাজার ২৪০ জন আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে ৫২৪ জন মারা গেছেন, ৬৬৪ জন সুস্থ হয়েছেন এবং ৫২ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।