জাপানে এবার ঘূর্ণিঝড় ‘ট্রামি’র আঘাত, নিহত ২

ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে জাপানের রেলপথে অনেক জায়গায় গাছ পড়ে ট্রেনযাত্রা বিঘ্নিত হয়। ছবি : সংগৃহীত
ভয়াবহ ঘূর্ণিঝড় জেবি আঘাত হানার এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল প্রশান্ত মাহসাগরীয় দ্বীপদেশ জাপান। এবার দেশটিতে আঘাত করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ট্রামি।
এর আঘাতে অন্তত দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১২০ জন। ট্রামির গতি ছিল প্রতি ঘণ্টায় ২১৬ কিলোমিটার।
ঘূর্ণিঝড়টির ফলে রোববার রাত ৮টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় ভূমিধসের ঘটনাও ঘটে। এ ছাড়া বিমানের বেশ কিছু ফ্লাইট ও বহু ট্রেনযাত্রা বাতিল করা হয়েছে। ওসাকা শহরে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।
ট্রামির আঘাতে ওসাকা শহরের সাড়ে সাত লাখেরও বেশি ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর আগে গত সেপ্টেম্বরে দেশটিতে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় জেবি। জাপানের গত ২৫ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। সেপ্টেম্বরের শুরুতে জেবির আঘাতে জাপানে সাতজনের প্রাণহানি ঘটে।