১৮ বছরের কম বয়সীদের জন্য মালদ্বীপে ধূমপান নিষিদ্ধ
মালদ্বীপে ২০০৭ সালের জানুয়ারির পরে জন্ম নেওয়া সবার জন্য ধূমপান নিষিদ্ধ করেছে। আজ শনিবার (১ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিষেধাজ্ঞা কার্যকরে মালদ্বীপ ‘প্রজন্ম অনুযায়ী তামাক নিষিদ্ধকারী’ একমাত্র দেশ। খবর এএফপির।
মন্ত্রণালয় জানায়, এই বছরের শুরুতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর নেওয়া এই পদক্ষেপ ‘জনস্বাস্থ্য রক্ষা করবে এবং তামাকমুক্ত প্রজন্ম গড়ে তুলবে’।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও বলা হয়, ‘নতুন বিধানের আওতায় ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মালদ্বীপে তামাকজাত দ্রব্য কেনা, ব্যবহার বা বিক্রি করা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকের ক্ষেত্রে প্রযোজ্য এবং খুচরা বিক্রেতাদের বিক্রির আগে অবশ্যই বয়স যাচাই করতে হবে।’
বিলাসবহুল পর্যটনের জন্য পরিচিত দ্বীপরাষ্ট্রটিতে ভ্রমণকারীদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ই-সিগারেট এবং ভ্যাপিং পণ্য আমদানি, বিক্রয়, বিতরণ, বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে, যা বয়স নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য।
অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করলে ৫০ হাজার রুফিয়া জরিমানা করা হবে। আর ভ্যাপিং ডিভাইস ব্যবহারের জন্য পাঁচ হাজার রুফিয়া জরিমানা করা হবে।

এনটিভি অনলাইন ডেস্ক