কাশ্মীরে গণভোট দাবি পাকিস্তানের
কাশ্মীরে গণভোটের জন্য জাতিসংঘ মহাসচিবের কাছে দাবি জানিয়েছে পাকিস্তান। আজ সোমবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে দেখা করে এই দাবি জানান দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে তিনি মুনের সঙ্গে বৈঠক করেন।
জাতিসংঘে নিযুক্ত পাকিস্তান মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমন ও নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বন্ধ করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপের দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ ছাড়া কাশ্মীর সমস্যার সমাধানের জন্য গণভোট আয়োজনেরও দাবি জানান তিনি।
জাতিসংঘে পাকিস্তান মিশনের কর্মকর্তা জাবেদ জাফরের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, দ্বিপক্ষীয় এ বৈঠকে কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে জাতিসংঘ মহাসচিব ভারত-পাক সম্পর্কের অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ ছাড়া দ্বিপক্ষীয় উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘ মহাসচিব। এ ছাড়া আফগানিস্তান ইস্যুতেও নওয়াজ শরিফকে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ডন অনলাইনের খবরে আরো বলা হয়, বৈঠকে নওয়াজ শরিফ টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করার কথা বলেছেন। জাতিসংঘ গৃহীত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ (এসডিজি) অর্জনে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নওয়াজ।
জাতিসংঘের সাধারণ সভার ৭০তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য বর্তমানে নিউইয়র্কে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।