আফগানিস্তানে সোনার খনি ভেঙে ৪০ শ্রমিক নিহত
আফগানিস্তানে একটি সোনার খনি ভেঙে ৪০ শ্রমিক নিহত ও আহত হয়েছেন অন্তত ১০ জন।
গতকাল রোববার বাদাখশান প্রদেশের কোয়েস্তান জেলার ওই খনিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছেন আফগান সংসদ সদস্য ফাউজিয়া কোওফি।
নিহতরা সবাই ওই খনির শ্রমিক বলে জানান প্রাদেশিক কর্মকর্তা নেক মোহাম্মদ নাজারি।
নাজারি আরো বলেন, গ্রামবাসী কয়েক দশক ধরে এই কাজ করে আসছে। তাদের ওপর কোনো সরকারি নিয়ন্ত্রণ নেই বলেও জানান তিনি।
কোয়েস্তান জেলা প্রধান রোস্তাম রাঘি বিবিসিকে বলেন, ‘এ দুর্ঘটনার পরেই স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ১৩ শ্রমিককে উদ্ধার করেন। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুসহ অনেকেই মারা যান।’
নিহতদের পরিবারকে ৫০ হাজার স্থানীয় মুদ্রা দেওয়া হবে বলে জানান আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন মুখপাত্র।
আফগানিস্তান খনিজ সম্পদে পরিপূর্ণ। কিন্তু তাদের বেশিরভাগ খনি পুরাতন এবং সেগুলো রক্ষণাবেক্ষণে তেমন গুরুত্ব দেওয়া হয় না। আর তাই শ্রমিকদের জন্য সেগুলো অনেক ঝুঁকিপূর্ণ।