পাকিস্তানে মসজিদে বোমায় নিহত ৫৪
পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুর জেলায় একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৫৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে।
বিস্ফোরণে ইমামবারগা মওলা কারবালা নামের ওই মসজিদটির ছাদ ধসে পড়েছে। শিকারপুর বেসামরিক হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা শওকত মোমেনের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বিস্ফোরণের নিন্দা জানিয়ে দ্রুত ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মামনুন হোসেন, তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান এবং মুত্তাহিদা কওমি আন্দোলনের প্রধান আলতাফ হোসেন।
পাকিস্তানের জনসংখ্যার ৩০ শতাংশ শিয়া মুসলমান। সংখ্যালঘু এই সম্প্রদায়ের ওপর বেশ কয়েক বছর ধরেই হামলা চালাচ্ছে তালেবানসহ দেশটির উগ্র মৌলবাদীরা।