অস্ট্রেলিয়া প্রবাসীদের মাতাতে সিডনিতে এলআরবি
প্রবাসী বাংলাদেশিদের গানে মাতাতে দেশের অন্যতম শীর্ষ ব্যান্ড এলআরবি এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। আজ শুক্রবার সিডনির কিংস স্মিথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছে ম্যানেজার শামিমসহ এলআরবির পুরো টিম। আগামী ১১ অক্টোবর, রোববার সিডনির অরিয়ন সেন্টারে অনুষ্ঠিত হবে এলআরবির কনসার্ট, যার মিডিয়া পার্টনার এনটিভি অস্ট্রেলিয়া।
আগামী ১১ অক্টোবর রোববার সিডনির ক্যাম্পসি অরিয়ন সেন্টারে অনুষ্ঠিত হবে এলআরবির লাইভ কনসার্ট। এই জমকালো অনুষ্ঠানের আয়োজক ইনফিটি পিটিআই লিমিটেড।
আয়োজক সংগঠন ইনফিটি পিটিআই লিমিটেডের কর্ণধার আরিফুর রহমান এনটিভিকে বলেন, কনসার্ট আয়োজনের প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, এলআরবি ব্যান্ড প্রায় দুই যুগ ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত। তরুণ থেকে মধ্যবয়সী সবার মধ্যেই এলআরবির লিড ভোকাল আইয়ুব বাচ্চু বেশ জনপ্রিয়।
কনসার্ট উপলক্ষে এনটিভি অস্ট্রেলিয়া পরিবারের পক্ষ থেকে এলআরবি ব্যান্ড ও আয়োজক ইনফিটি পিটিআই লিমিটেডের সব কর্মচারীকে শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রায় তিন বছর আগে অস্ট্রেলিয়ায় এলআরবির সর্বশেষ কনসার্টটি অনুষ্ঠিত হয়। সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সায়েন্স থিয়েটার হলে ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। কিন্তু এবারের কনসার্ট আগের চেয়ে বহুগুণে জমকালো হবে বলে আশা করা হচ্ছে।
এরই মধ্যে সিডনির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে কনসার্ট আয়োজন বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া বাংলাদেশি কমিউনিটিতেও এই নিয়ে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।