বাংলাদেশের পোশাককর্মীদের পাশে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/26/photo-1424935806.jpg)
বাংলাদেশের পোশাককর্মীদের অধিকার রক্ষায় একটি মহতী উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বাংলাদেশে পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নত করতে একটি চুক্তিতে সই করার আহ্বান জানিয়েছে দুটি পোশাক ব্র্যান্ডকে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের কোনো পোশাক তাদের কাছ থেকে কেনা হবে না বলে হুমকি দিয়েছে তারা।
কলোরাডোভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি ক্যামেরা ডটকমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক পোশাককর্মীদের অধিকার রক্ষা সংগঠন ইউনাইটেড স্টুডেন্টস অ্যাগেইনস্ট সুয়েটশপসের (ইউএসএএস) কলোরাডো বিশ্ববিদ্যালয় শাখা ব্যতিক্রমী উদ্যোগটি নেয়। সংগঠনটি জ্যানস্পোর্ট ও ভিএফ ইমেজওয়্যার নামে দুটি ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান ভিএফ করপ-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে।
ইউএসএএসের হিসাবে, এখন পর্যন্ত কর্নেল ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, পেন স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি ফ্লোরিডাসহ ১৬টি বিশ্ববিদ্যালয় জ্যানস্পোর্ট বা ভিএফ ইমেজওয়্যারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী পার্কার হেইলি বলেন, তিনি চান বাংলাদেশের অগ্নি ও ভবন নিরাপত্তা চুক্তিতে সই করতে তাঁর বিশ্ববিদ্যালয় যেন চাপ দেয়।
২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে ১১ শতাধিক মানুষ নিহত ও দুই হাজারের বেশি আহত হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড অগ্নি ও ভবন নিরাপত্তা চুক্তিতে সই করে। এরই মধ্যে এ চুক্তিতে অ্যাডিডাস, এইচ অ্যান্ড এমসহ ২০০ ব্র্যান্ড সই করেছে। তবে ওয়ালমার্ট, গ্যাপ ও ভিএফ করপ-এর মতো কিছু ব্র্যান্ড এ চুক্তিতে সই করেনি। এর পরিবর্তে তারা উত্তর আমেরিকার ২৬টি কোম্পানি নিয়ে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি নামে একটি জোট প্রতিষ্ঠা করেছে।