নর্দার্ন আয়ারল্যান্ডে দাঙ্গায় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক নিহত
যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ডের লন্ডনডেরি শহরে দাঙ্গা চলাকালে গুলিতে লিরা ম্যাকি (২৯) নামের এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে টুইটারে পুলিশী হামলার ছবি পোস্ট করেছিলেন তিনি।
শুক্রবার নর্দার্ন আয়ারল্যান্ড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল মার্ক হ্যামিলটন জানান, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ১৯১৬ সালের আন্দোলনের বার্ষিকী উপলক্ষে মানুষজন রাস্তায় নামলে বৃহস্পতিবার রাতে গোলাগুলি, গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়ির পাশে দাঁড়ানো অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ২৯ বছর বয়সী লিরা ম্যাকি।
এই উত্তপ্ত পরিস্থিতিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করছে ব্রিটিশ পুলিশ। এরই মধ্যে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে তারা।
অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে শোক জানিয়ে বলেন, সাহসিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালনকালে নারী সাংবাদিক লিরা ম্যাকি নিহত হয়েছেন।


অনলাইন ডেস্ক