ভারতকে রুখতেই পাকিস্তানের পারমাণবিক বোমা
ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের শঙ্কায় পারমাণবিক অস্ত্র বানিয়েছে পাকিস্তান। প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধের শঙ্কায় ভারত সামরিক ও কৌশলগত পদক্ষেপ নিলে পাকিস্তানও অনুরূপ পদক্ষেপ নিতে বাধ্য হয়। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আইজাজ চৌধুরী পারমাণবিক অস্ত্র তৈরির প্রসঙ্গে এ কথা বলেন। এই প্রথম দেশটির কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাখ্যা দিলেন।
ডনের প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী কৌশলগত কারণেই পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র যুদ্ধ করতে নয়, বরং যুদ্ধ থেকে দেশকে রক্ষায়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আইজাজ চৌধুরী আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পারমাণবিক অস্ত্র চুক্তিতে যাবে না পাকিস্তান। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট নওয়াজ শরিফ যুক্তরাষ্ট্র সফরে আছেন। ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নওয়াজ শরিফের বৈঠক অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানকে একটি চুক্তিতে সম্মত করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ওবামা প্রশাসন। ওই চুক্তি অনুযায়ী ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহকারী দেশগুলোর তালিকায় যুক্ত হবে। তবে পারমাণবিক অস্ত্র কর্মসূচির ওপর বিশেষ নিয়ন্ত্রণ আরোপিত হবে।