ইরাক-সিরিয়া থেকে যুদ্ধবিমান প্রত্যাহারের ঘোষণা কানাডার
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে মোতায়েন করা কানাডার যুদ্ধবিমান প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির ভাবী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির জাতীয় নির্বাচনে নিশ্চিত জয়ের পথে থাকা লিবারেল পার্টির এই নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে স্থানীয় সময় মঙ্গলবার টেলিফোনে এ বিষয়ে কথা বলেছেন।
নির্বাচনী প্রচারের সময় জাস্টিন সিএফ-১৮ যুদ্ধবিমানকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এ জন্য তিনি কোনো সময় বেঁধে দেননি।
সোমবারের নির্বাচনের পর জাস্টিনের দল এক দশক ধরে ক্ষমতায় থাকা রক্ষণশীল দলকে সরিয়ে দিতে যাচ্ছে।
উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাস্টিন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর বড় ছেলে।
বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথোপকথনে জাস্টিন তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির কথা রাখতে যুদ্ধবিমান প্রত্যাহার করবেন বলে জানান।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কানাডার সামরিক বাহিনীর প্রশিক্ষকরা ইরাকের উত্তরাঞ্চলে থাকবে বলে জানিয়েছেন জাস্টিন। তিনি চলতি বছর শেষ নাগাদ সিরিয়ার ২৫ হাজার শরণার্থীকে তাঁর দেশে আশ্রয় দেওয়ারও অঙ্গীকার করেন। তবে তাঁর পূর্বসূরি স্টিফেন হারপার তা নাকচ করে দেন।
জাস্টিন বলেন, বারাক ওবামা তাঁর চুল নিয়ে খুনসুটি করেন। ওবামা বলেন, তাঁর সাদা চুল কম এবং সম্ভবত শিগগিরই তা হয়ে যাবে।
জাস্টিন ট্রুডো বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে পরিবেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবেন।