ভ্যাকুয়াম চ্যালেঞ্জ: নেট দুনিয়ায় ঝড় তুলেছে ভয়ঙ্কর এই খেলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/06/04/photo-1559619576.jpg)
বিপজ্জনক ‘ব্লু হোয়েল’ বা ‘কিকি চ্যালেঞ্জ’ গেমের পর অন্তর্জাল দুনিয়া এখন আক্রান্ত ভ্যাকুয়াম চ্যালেঞ্জ জ্বরে। অন্য অনলাইন গেমের মতোই এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। হাজার হাজার নেটিজেন প্রতিদিন এই চ্যালেঞ্জের ভিডিও অনলাইনে শেয়ার করছেন। হ্যাশট্যাগভ্যাকুয়ামচ্যালেঞ্জ (#VacuumChallenge) লিখলেই টুইটার বা ইনস্টাগ্রামে পাওয়া যাচ্ছে এই চ্যালেঞ্জের ভিডিও।
এই খেলাটি ‘বিন ব্যাগ চ্যালেঞ্জ’ নামেও পরিচিত। এই চ্যালেঞ্জে একটি বড় প্লাস্টিকের ব্যাগ লাগে। আর লাগে একটি ভ্যাকুয়াম ক্লিনার। প্রথমে ব্যাগে একজন মানুষকে ঢুকিয়ে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সব বাতাস টেনে নেওয়া হয়। এরপর বায়ুভর্তি ব্যাগটির মুখ বন্ধ করে দেওয়া হয়।
নিচে এই গেমের কয়েকটি ভিডিও দেওয়া হলোঃ
Soooo... my brother just had to try it with Matthew#VacuumChallenge pic.twitter.com/zIdjGWoPQE
— Emma(@EJHaston) May 31, 2019
Bebe’s face during her #vacuumchallenge is giving me life!pic.twitter.com/BgpJXPcxut
— Lya Tee (@peonies76) May 29, 2019
With the bin bag vacuum challenge going viral we thought we'd give it a go too!Well done Joe! #binbagchallenge pic.twitter.com/70m7dTY2sr
— Mploy Staffing Solutions (@MployStaff) May 31, 2019
#Vacuumchallenge pic.twitter.com/o9g5IHhCcS
— dani (@DanikaRussell) May 30, 2019
আপাতদৃষ্টিতে নিরীহদর্শন খেলাটিতে অংশ নেওয়া ব্যক্তিদের স্নায়বিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন অনেক চিকিৎসক। তারপরেও সবাই ভীষণ উপভোগ করছেন খেলাটি।
ভ্যাকুয়াম চ্যালেঞ্জ গেমটির আগে অনলাইন মাতিয়েছিল আরও নানা গেম। এসব গেমের বেশিরভাগই ছিল এই খেলার মতোই ছিল ঝুঁকিপূর্ণ।