সৌদি যুদ্ধজাহাজ ধ্বংস করল ইয়েমেনের বিদ্রোহীরা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/26/photo-1445872940.jpg)
কাস্পিয়ান সাগরে সৌদি যুদ্ধজাহাজ। ফাইল ছবি
সৌদি আরবের আরো একটি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিদ্রোহীদের দাবি দক্ষিণ ইয়েমেনের তায়িজ প্রদেশের কাছে কাস্পিয়ান সাগরে জাহাজটি ধ্বংস করা হয়েছে।
হুথি বিদ্রোহীদের এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের ওই জাহাজ থেকে নিয়মিতভাবে ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে গোলাবর্ষণ করা হচ্ছিল। স্থানীয় সময় আজ রোববার সকালে বিদ্রোহীরা জাহাজটিকে লক্ষ্য করে রকেট ছোড়ে। এতে জাহাজটির বয়লারে আগুন ধরে এটি সমুদ্রে তলিয়ে যায়।
এই ঘটনার পর সৌদি জঙ্গিবিমান ও যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার বেড়ে গেছে বলেও জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।