মিসরের সিনাইতে জঙ্গি হামলায় ৭ পুলিশ নিহত
সিনাইয়ের উত্তরাঞ্চলে জঙ্গী হামলায় সাত পুলিশ নিহত হয়েছে। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ কথা জানায়।
সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, মন্ত্রণালয় সূত্র জানায়, আঞ্চলিক রাজধানী আল আইরিশের কাছে পুলিশের এসেম্বলি সেন্টার লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
সিনাইয়ের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরেই বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গত বছর মিসরীয় কর্তৃপক্ষ জিহাদীদের বিরুদ্ধে এ অঞ্চলে অভিযান চালায়।