নির্বাচন কমিশনের ৮ সদস্যসহ ১১ সেনাকে হত্যা করেছে তালেবানরা
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে নিষিদ্ধ তালেবান যোদ্ধারা নির্বাচন কমিশনের আট কর্মীসহ ১৯ জনকে হত্যা করেছে। নির্বাচন কমিশনের আট কর্মী ছাড়া বাকি ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
প্রদেশটির প্রধান নির্বাচন কমিশনার হাশিম দুররানি চীনের সরকারি সংবাদসংস্থা সিনহুয়াকে জানায়, মারুফ জেলার সরকারি অফিসে শনিবার রাতে (২৯ জুন) স্বাধীন নির্বাচন কমিশনের ওই কর্মীরা ভোটারদের নিবন্ধন করার জন্য কাজ করছিলেন। আর তখনই উগ্র তালেবান যোদ্ধারা এই হামলা চালায়।
তালেবান জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি জানান, তালেবান যোদ্ধারা নির্বাচন কমিশনের কর্মচারী এবং আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের (এএনডিএসএফ) হত্যা করেছে।
কারি ইউসুফ আহমাদি দাবি করেন, তাঁরা নির্বাচন কর্মীসহ মোট ৫৭ জনকে হত্যা করেছেন। তবে আফগান সরকারের কর্মকর্তারা জানান তালেবানরা হতাহতদের সংখ্যা বাড়িয়ে দিয়েছে।
আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ শেষ করার জন্য কাতারে তালেবান ও মার্কিন কর্মকর্তারা শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যেই তালেবান ও আফগান বাহিনীগুলোর মধ্যে লড়াই আরো তীব্রতর হয়েছে।