মিসরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে অবস্থিত গিজা প্রদেশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে।
মিসরের সরকারি সংবাদপত্র আহরাম এক প্রতিবেদনে মঙ্গলবার এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, অক্টোবর শহরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি ১৭ জন কর্মচারীকে নিয়ে একটি কারখানায় যাচ্ছিল। যাত্রা পথে অক্টোবর শহরে অন্য আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
মিসরের সরকারি হিসাব মতে, ২০১৮ সালে মিসরে সড়ক দুর্ঘটনায় তিন হাজার ৮৭ জন নিহত হয়েছে এবং প্রায় ১২ হাজার মানুষ আহত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে, ২০১৮ সালে মিসরে সড়ক দুর্ঘটনার কারণে প্রায় ৩০ বিলিয়ন মিসরীয় পাউন্ডের ক্ষতি হয়েছে।