হামলার বিচার দাবি যুক্তরাষ্ট্রের
প্রকাশক, লেখক ও ব্লগারের ওপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পাশাপাশি এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের বিচারেরও দাবি জানানো হয়েছে।
আজ রোববার বিকেল ৫টার দিকে দূতাবাসের এক বার্তায় নিহত প্রকাশক ও আহতদের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানানো হয়।
বার্তায় এ ধরনের হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে বলা হয়, ৩১ অক্টোবর প্রকাশক ও ব্লগার ফয়সল আরেফিন দীপন, আহমেদুর রশীদ টুটুলসহ আরো দুজনের ওপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানায়।
এ বছরের শুরুতে ব্লগার নিলয় চক্রবর্তী, ওয়াসিকুর রহমান, অনন্ত বিজয় রায় এবং অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘৃণ্য হত্যাকাণ্ড বন্ধে উভয় দেশের সরকার সচেষ্ট।
‘আমরা বাংলাদেশের সেই সব মানুষের পাশে আছি, যারা এ ধরনের ঘৃণ্য হত্যাকাণ্ড প্রত্যাখ্যান করে। মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা কাজ করতে চাই,’ যোগ করা হয় মার্কিন দূতাবাসের বার্তায়।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনী সংস্থার কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির মালিক ফয়সাল আরেফিন দীপনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাঁকে নির্মমভাবে কুপিয়ে কার্যালয়ের দরজা বন্ধ করে চলে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে দুপুরে রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। সেখানেও দুর্বৃত্তরা আহতদের তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়।
প্রকাশক আহমেদুর রশীদ টুটুল ও ফয়সাল আরেফিন দীপন উভয়ের প্রকাশনা সংস্থা থেকেই নিহত ব্লগার অভিজিত রায়ের বই প্রকাশিত হয়েছিল।