কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, নিহত ৬
আফগানিস্তানের রাজধানীতে কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের বাইরে শুক্রবার শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানান।
সংবাদ সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ বলেন, এটি আত্মঘাতী বোমা হামলা কি না, সেটি এখনো স্পষ্ট নয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মায়ের টুইট করে জানিয়েছেন, কাবুল বিশ্ববিদ্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনায় ছয়জন শহীদ হয়েছেন। এ ছাড়া আরো ২৭ জন আহত হয়েছেন। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তালেবান ও ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) প্রায়ই আফগান বাহিনী, সরকারি কর্মকর্তা এবং সংখ্যালঘু শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে শহরটিতে বড় আকারের বোমা হামলা করে।
প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে কাবুলের আমেরিকান ইউনিভার্সিটিতে জঙ্গি হামলায় ১৩ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছিলেন।