৪০ ভাগের বেশি চীনা অনলাইন পণ্য ভেজাল!
চীন থেকে গত বছর অনলাইনের মাধ্যমে যত পণ্য বিক্রি করা হয়েছে, তার ৪০ শতাংশের বেশিই ছিল ভেজাল ও খারাপ মানের। চীনের দ্রুতবর্ধনশীল অনলাইন কেনাবেচার মাধ্যমে এটি একটি বড় সমস্যা বলে মনে করছে সংবাদ সংস্থা সিনহুয়া।
গতকাল সোমবার চীনের নীতিনির্ধারকদের কাছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছর অনলাইনে বিক্রি হওয়া মাত্র ৫৯ শতাংশ সামগ্রী আসল বা ভালো মানের ছিল।
বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলোর জন্য চীন সব সময়ই মাথাব্যথার কারণ ছিল। কারণ চীনের বাজারে আইফোন থেকে শুরু করে বিশ্বখ্যাত সব ধরনের পণ্যেরই রেপ্লিকা পাওয়া যেত। তবে খারাপ মানের ও নকল পণ্য তৈরির এই কুখ্যাতি ঘোচাতে চায় চীন।
জিনহুয়া জানায়, চীনের ই-কমার্স ক্ষেত্রের বিখ্যাত সাইট আলিবাবা গ্রুপ থেকে নিম্নমানের পণ্য সরবরাহ করায় যুক্তরাষ্ট্রের বাজারে একে কালো তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এই উদ্যোগ ঠেকাতে এরই মধ্যে দেনদরবার শুরু করেছে তারা।
কীভাবে অনলাইনের মাধ্যমে কেনাবেচার ক্ষেত্রে ক্রেতাদের সুরক্ষা দেওয়া যায় তা নিয়ে এখন ভাবছে চীন সরকার। এমনকি কীভাবে অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে আনা যায় সে সম্পর্কেও ভাবনাচিন্তা করা হচ্ছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, গত বছর অনলাইনে কেনাকাটা বিষয়ে ৭৭ হাজার ৮০০টি অভিযোগ এসেছে, যা ২০১৩ সালের চেয়ে ৩৫৬ শতাংশ বেশি।